শুক্রবার ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ২০:৩০, ১৯ ডিসেম্বর ২০২৪

পাচার হওয়া টাকা ফেরত আনতে কানাডার সহায়তা চায় সরকার

পাচার হওয়া টাকা ফেরত আনতে কানাডার সহায়তা চায় সরকার
সংগৃহীত

বাংলাদেশি নাগরিকদের জন্য কানাডার ভিসা প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য ঢাকায় নিযুক্ত হাইকমিশনার অজিত সিংয়কে অনুরোধ করেছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। 

বুধবার (১৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে হওয়া বৈঠকে এই অনুরোধ করেন 

এ দিন পররাষ্ট্র সচিব হাইকমিশনারকে বিভিন্ন সংস্কার উদ্যোগের বিষয়ে বাংলাদেশ সরকার যে ব্যবস্থা নিয়েছে তার একটি সংক্ষিপ্ত বিবরণ দেন। হাইকমিশনার সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন এবং বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা করেন। তারা আর্থিক খাত এবং রাজস্ব সংস্কার, বাণিজ্য ও বিনিয়োগ, আইন প্রয়োগকারী সংস্কার এবং রোহিঙ্গা সংকটের বিষয়ে মানবিক প্রতিক্রিয়ার ওপর বিস্তৃত আলোচনায় করেন।

পররাষ্ট্র সচিব দুর্নীতি ও অর্থ পাচার প্রতিরোধে বর্তমান প্রশাসনের দৃঢ় নিষ্ঠার কথা তুলে ধরেন এবং বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে কানাডা সরকারের সহায়তার অনুরোধ জানান। 

এছাড়া তিনি আশ্রিত রোহিঙ্গাদের কারণে সৃষ্ট সমস্যার কথা তুলে ধর তাদের প্রত্যাবাসনে কানাডা সরকারের সহায়তা চান।  

পররাষ্ট্র সচিব ও হাইকমিশনার বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত সহায়তা এবং জনগণের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে দুদেশের শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সম্পর্কিত বিষয়: