সোমবার ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৯, ১০ মার্চ ২০২৪

রমজানের আগে খেজুরের দাম নির্ধারণ করবে সরকার : ভোক্তার ডিজি

রমজানের আগে খেজুরের দাম নির্ধারণ করবে সরকার : ভোক্তার ডিজি
ভোক্তার ডিজি এম. সফিকুজ্জামান


রমজানের দুই-একদিনের মধ্যে খেজুরের দাম নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান। বাণিজ্য মন্ত্রণালয় আজ-কালের মধ্যে জিহাদি খেজুরের দাম বেঁধে দেবে সরকার।

রবিবার (১০ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে রমজান মাস উপলক্ষে সাধারণ ভোক্তাদের সাশ্রয়ী মূল্য একটু গ্রুপের পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সফিকুজ্জামান বলেন, বাজার নিয়ন্ত্রণে অভিযান কার্যক্রম পরিচালনা করে অবস্থা বুঝে ব্যবস্থা নেবে ভোক্তা অধিকার।

তিনি বলেন, এবারের রমজানে ‘টিকে গ্রুপ’ প্রায় ৩০টি পণ্যে ৫-৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়ে বিক্রি করছে। ক্রেতাদের অস্বস্তি কমাতে দেশের অন্যান্য শিল্প গ্রুপগুলোকেও এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান মাস উপলক্ষে শত শত পণ্যে ছাড় দেওয়া হয়েছে। আগামী ১১ ও ১২ মার্চ থেকে আসন্ন ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে বিভিন্ন সুপার সপসমূহ বিভিন্ন ভোগ্যপণ্য বিশেষ ছাড়ে বিক্রয় করা হবে বলে জানান তিনি।

আ/ম

জনপ্রিয়