বৃহস্পতিবার ০৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৬:২৮, ৭ আগস্ট ২০২৫

অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু: প্রেস সচিব
ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় আজ বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই অধ্যায়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্য।

 

সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “আমাদের দ্বিতীয় অধ্যায়ের পুরো ফোকাস নির্বাচনকে ঘিরে। যাতে করে জনগণ উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটাই এখন সরকারের প্রধান কাজ।”

তিনি আরও জানান, গত ৫ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে। এরপর থেকেই দ্বিতীয় অধ্যায় কার্যকর হয়েছে এবং এর প্রথম ও প্রধান দায়িত্ব হচ্ছে নির্বাচন আয়োজন।

সকালেই প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপদেষ্টাদের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরাও উপস্থিত ছিলেন। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রস্তাবিত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা হয় বলে জানা গেছে।

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বৈঠকে উপদেষ্টাদের উদ্দেশ্যে বলেন, “নির্বাচন যেন সর্বজনগ্রাহ্য, শান্তিপূর্ণ ও অবাধ হয়, সে বিষয়টি নিশ্চিত করতেই আমাদের সব প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

সর্বশেষ