বৃহস্পতিবার ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪:১২, ৬ নভেম্বর ২০২৫

সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করবো: তাহের

সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করবো: তাহের
ছবি: সংগৃহীত

সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করবো। ঘি আমাদের লাগবেই। কোনো হাঙ্কিপাঙ্কি চলবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি হুঁশিয়ারি দিয়ে বলে প্রয়োজনে আবার রক্ত দেব, জীবন দেব; কিন্তু জুলাইয়ের অর্জন ব্যর্থ হতে দেবো না।

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) পল্টনে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। পূর্বঘোষিত কর্মসূচি প্রধান উপদেষ্টা বরাবর স্মররকলিপি প্রদানের আগে এই গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

তাহের বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে। নো হাঙ্কি পাঙ্কি, সোজা গণভোট। অবিলম্বে আলোচনা শুরু করুন। সরকারকে ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর আলোচনায় সরকারকে রেফারির ভূমিকা পালন করতে হবে৷ আমরা যেমন রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার জন্য কমিটি গঠন করেছি৷ বিএনপির কাছে আহ্বান জানাবো, আপনারাও আলোচনায় উদ্যোগী হন। 

নেতারা বলেন, গণভোট ও সংস্কার নিশ্চিত হবে তারপর নির্বাচন। কোনো তালবাহানা চলবে না।

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: