বৃহস্পতিবার ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৫, ৬ নভেম্বর ২০২৫

অনশনরত তারেক রহমানকে সংহতি জানালেন রিজভী

অনশনরত তারেক রহমানকে সংহতি জানালেন রিজভী
ছবি: সংগৃহীত

নিবন্ধন না পাওয়ায় নির্বাচন কমিশনের (ইসি) সামনে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন নতুন রাজনৈতিক দল আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান। তার এই অনশন কর্মসূচিতে সংহতি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

গত মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল থেকে ইসি ভবনের সামনে অনশন শুরু করেন মো. তারেক রহমান। তিনি ঘোষণা দেন, দলটির নিবন্ধন না পাওয়া পর্যন্ত এই অনশন অব্যাহত থাকবে।

এরই মধ্যে বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে বিএনপির পক্ষ থেকে সংহতি জানাতে অনশনস্থলে যান রুহুল কবীর রিজভী। পরে আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে রিজভীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজেও একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যায়—আমজনতা দলের নিবন্ধনের দাবিতে ইসি কার্যালয়ের সামনে চলমান অনশন কর্মসূচিতে রিজভী উপস্থিত হয়ে সংহতি জানাচ্ছেন।

জনপ্রিয়