যার বংশ পরিচয় নেই, বাপ-দাদার নাম নেই, সেও নাকি এমপি হবে!
কুমিল্লা- ৪ (দেবীদ্বার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও চারবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী বলেছেন, ‘১০ জনের একটি দল আছে। এ দলের প্রার্থী নাকি এমপি হবে! যার বংশ পরিচয় নেই, বাপ-দাদার নাম নেই, সেও নাকি এমপি হবে। তারা নাকি বিএনপির সঙ্গে জোট করবে। বিএনপির কি এতোটাই আকাল পড়ছে যে তাদের সঙ্গে জোট করতে হবে। বিএনপির প্রতিটা আসনেই ৪-৫ জন প্রার্থী এমপি নির্বাচন করার যোগ্যতা রাখে।’
শনিবার (২২ নভেম্বর) বিকেলে দেবীদ্বার পৌর এলাকার বড় আলমপুর ঈদগাহ মাঠে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী বলে— ধানের শীষে ভোট দিলে নাকি মানুষ নরকে যাবে। কিন্তু আপনারাই আমাকে চারবার এমপি নির্বাচিত করেছেন। তাহলে কি আপনারা নরকে গেছেন? তারা মিথ্যা কথা বলে। যারা ধর্মকে রাজনীতির সাথে মিশিয়ে মানুষকে বিভ্রান্ত করে, ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে— তাদেরকে ভোট দেবেন না।”
পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোবারক সরকারের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা বিল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন— কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিজভিউল আহসান মুন্সী, সাবেক সহ- সভাপতি মো. শাহজাহান মোল্লা, মহিলা দলের সভানেত্রী সুফিয়া বেগম, দেবীদ্বার উপজেলা বিএনপি নেতা আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভুলু পাঠান, সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাজ উদ্দিন (সাজু) ও উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি সুধন ডিলারসহ প্রমুখ।
প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে মনোনয়ন নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।



























