সোমবার ২৪ নভেম্বর ২০২৫, ৯ অগ্রাহায়ণ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৪, ২৩ নভেম্বর ২০২৫

তুলির বিরুদ্ধে বিক্ষোভ, এস এ খালেকের ছেলেকে বিএনপির শোকজ

তুলির বিরুদ্ধে বিক্ষোভ, এস এ খালেকের ছেলেকে বিএনপির শোকজ
ছবি: সংগৃহীত

দলের নীতি–আদর্শবিরোধী কর্মকাণ্ড এবং দলীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগে দারুসসালাম থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এস এ সিদ্দিক সাজুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। সাজু সাবেক সংসদ সদস্য এস এ খালেকের ছেলে।

শনিবার (২২ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাকের স্বাক্ষরিত নোটিশটি সাজুর কাছে পাঠানো হয়।

নোটিশে বলা হয়েছে, দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ড এবং দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে কাজ করার বিষয়ে তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে। এ কারণে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—তার সুনির্দিষ্ট ব্যাখ্যা তিন দিনের মধ্যে লিখিতভাবে নয়াপল্টনের ঢাকা মহানগর উত্তর বিএনপির কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবেও উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে ‘মায়ের ডাক’ সংগঠনের সানজিদা ইসলাম তুলিকে। একই আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন সাবেক এমপি এস এ খালেকের ছেলে এস এ সিদ্দিক সাজু। মনোনয়ন না পাওয়ায় তার কর্মী–সমর্থকেরা একাধিকবার বিক্ষোভ করেন।

এমন প্রেক্ষাপটে এস এ সিদ্দিক সাজুকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল বিএনপি।

জনপ্রিয়