৩০০ আসনে প্রার্থী দেওয়া হবে: তাহেরী
আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০টি সংসদীয় আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির সাংগঠনিক সচিব আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, বাংলাদেশে শান্তি ও ধর্মীয় সম্প্রীতির বার্তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে পদার্পণ করেছে এই সুফিবাদী সংগঠন।সাংবাদিকদের সামনে নিজেদের রাজনৈতিক লক্ষ্য তুলে ধরে মুফতি গিয়াসউদ্দিন তাহেরি বলেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াত দেশের একমাত্র শান্তিপূর্ণ দল।
এই দলের মূল লক্ষ্য হলো আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুভূতি এবং শান্তির বার্তাগুলো দেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া।
তিনি দাবি করেন, সুফিবাদী সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারীরা কখনোই কারও ওপর জুলুম করে না বা কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো কাজ করে না। তারা সব সময়ই ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী।আসন্ন নির্বাচনে ভুল সিদ্ধান্ত নেওয়া হবে না বলে দৃঢ়তা প্রকাশ করে তাহেরি বলেন, দেশের সুন্নি মুসলমানরা যদি একতাবদ্ধ থাকতে পারে, তবে আগামীতে তারাই সরকার গঠন করবে। তিনি শান্তিপূর্ণ জনগণকে এই সুন্নি জোটকে বিজয়ী করার আহ্বান জানান।
তার মতে, দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে সুন্নি জোটকে বিজয়ী করতে হবে, কারণ সুন্নিরাই এই দেশে শান্তিপ্রিয় হিসেবে প্রমাণিত। দেশে সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হলে সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং বৃহত্তর সুন্নি জোটের সঙ্গে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এই ঘোষণার মাধ্যমে দলটির জাতীয় নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক প্রস্তুতি ও রাজনৈতিক লক্ষ্য স্পষ্ট হলো।



























