একাত্তরের স্বাধীনতাবিরোধীরা এখনো ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে এসব অপচেষ্টা নস্যাৎ করে দেশের জনগণই গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে বিজয় দিবস উপলক্ষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল।
তিনি বলেন, স্বাধীনতাবিরোধীরা আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, কিন্তু দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্র রুখে দেবে।
এ সময় বিএনপি মহাসচিব আরও বলেন, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। তার প্রত্যাবর্তনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও গতিশীল হবে বলেও মন্তব্য করেন তিনি।



























