ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করলেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হওয়ার সব কার্যক্রম সম্পন্ন করেছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তিনি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে উপস্থিত হয়ে ছবি তোলা, আঙুলের ছাপ ও স্বাক্ষরসহ ধাপে ধাপে প্রয়োজনীয় সব প্রক্রিয়া শেষ করেন। কার্যক্রম শেষে দুপুর সোয়া ১টায় তিনি ইসি ভবন ত্যাগ করেন।
এর আগে, একই দিন দুপুর সাড়ে ১২টায় তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান ভোটার হিসেবে নিবন্ধিত হন। জানা গেছে, ভোটার হওয়ার জন্য তারেক রহমান ও জাইমা রহমান দুজনই আগেই অনলাইনে আবেদন ফরম পূরণ করেছিলেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, তারা দুজনই ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হবেন।
এদিকে ভোটার নিবন্ধন কার্যক্রমে অংশ নেওয়ার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেন।



























