বাবার কবরে অশ্রুসিক্ত তারেক রহমান
দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাঁড়িয়ে নীরবে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। আবেগঘন এই মুহূর্তে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মোনাজাত করেন। মোনাজাত শেষে আবেগাপ্লুত হয়ে পড়লে তাকে টিস্যু দিয়ে চোখের পানি মুছতে দেখা যায়।
শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে আসেন তারেক রহমান। এ সময় তিনি দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে প্রথমে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দলীয় নেতাদের সঙ্গে শ্রদ্ধা নিবেদন শেষে তারেক রহমান একাকী বাবার কবরের সামনে নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তিনি আলাদাভাবে মোনাজাত করেন। মোনাজাত শেষে আবেগ ধরে রাখতে না পেরে চশমা খুলে অশ্রুসিক্ত চোখ মুছতে দেখা যায় তাকে।
এ সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, নজরুল ইসলাম খানসহ দলের কেন্দ্রীয় নেতারা।
দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ২০০৬ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান সর্বশেষ জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেছিলেন। পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তন ও দীর্ঘ নির্বাসিত জীবনের কারণে এতদিন তার পক্ষে সেখানে আসা সম্ভব হয়নি।



























