গণ অধিকার থেকে পদত্যাগ করছেন রাশেদ খান, যোগ দিবেন যে দলে
গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বিএনপিতে যোগদান করতে যাচ্ছেন বলে জানা গেছে। তিনি শিগগিরই নিজ দলের পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি বলেন, “মো. রাশেদ খান পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার অথবা রবিবার তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে পারেন।”
তিনি আরও জানান, “গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগের পর রাশেদ খান বিএনপিতে যোগ দেবেন এবং দলের সদস্য পদ গ্রহণ করবেন। এরপর তিনি বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন।”
এদিকে, রাশেদ খানের পদত্যাগের পর দলের পরবর্তী সাধারণ সম্পাদক কে হবেন—এমন প্রশ্নের জবাবে আবু হানিফ বলেন, “এ বিষয়ে দলের উচ্চতর পরিষদের পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।”



























