রোববার ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১:৪৬, ২৭ ডিসেম্বর ২০২৫

শেষ মুহূর্তে যেসব আসনে প্রার্থী পাল্টাল বিএনপি

শেষ মুহূর্তে যেসব আসনে প্রার্থী পাল্টাল বিএনপি
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক মনোনয়ন তালিকায় বিএনপি একাধিক আসনে পরিবর্তন এনেছে। যুগপৎ আন্দোলনের সঙ্গে যুক্ত কিছু আসনও সমঝোতার মাধ্যমে নতুন প্রার্থীর কাছে দেওয়া হয়েছে।

ঢাকা-১২: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে ছেড়ে যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে বিএনপি প্রার্থী করা হয়েছে।

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও আকবর শাহ-পাহাড়তলী আংশিক): কাজী সালাউদ্দিনের পরিবর্তে মোহাম্মদ আসলাম চৌধুরীকে প্রার্থী করা হয়েছে। শনিবার তিনি সীতাকুণ্ডের নিজ বাড়িতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

চট্টগ্রাম-১০ ও ১১: চট্টগ্রাম-১০ আসনে নতুন প্রার্থী হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাইদ আল নোমান। চট্টগ্রাম-১১ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

যশোর: ছয়টি আসনের মধ্যে চারটিতে প্রাথমিক মনোনয়ন পরিবর্তন করা হয়েছে—

যশোর-১ (শার্শা): নুরুজ্জামান লিটন।

যশোর-৪ (বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়া): মতিয়ার রহমান ফারাজী।

যশোর-৫ (মণিরামপুর): মুফতি রশীদ বিন ওয়াক্কাস।

যশোর-৬ (কেশবপুর): আবুল হোসেন আজাদ।

পিরোজপুর-১ (নাজিরপুর, পিরোজপুর সদর ও জিয়ানগর): চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন অধ্যক্ষ আলমগীর হোসেন। এর আগে এই আসনে জাতীয় পার্টির সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার মনোনয়ন পান। প্রবীণ বয়স ও অসুস্থতার কারণে শেষ পর্যন্ত মনোনয়ন পরিবর্তন করা হয়েছে।

বিএনপির এই পরিবর্তনগুলো দলীয় একতা বজায় রাখা এবং যুগপৎ আন্দোলনের সঙ্গে সমঝোতা নিশ্চিত করার অংশ হিসেবে নেওয়া হয়েছে।

জনপ্রিয়