আমাদের সঙ্গে এলডিপি ও এনসিপি যুক্ত হয়েছে : জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে নতুনভাবে যুক্ত হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। রোববার (২৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আমরা এতদিন আটটি দল একসঙ্গে কাজ করছিলাম। আজ আরও দুটি দল—কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বাধীন এলডিপি এবং এনসিপি—আমাদের সঙ্গে যুক্ত হলো।”
জামায়াত আমির জানান, এনসিপির সঙ্গে সদ্য বৈঠক সমাপ্ত হয়েছে। তবে তারা সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি। দলীয় পর্যালোচনা শেষে রাতের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জোটে তাদের যুক্ত হওয়ার সিদ্ধান্ত জানাবে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, নাহিদ ইসলাম সরাসরি তাদের সিদ্ধান্ত জামায়াতকে জানিয়েছেন এবং এনসিপি আলাদা সংবাদ সম্মেলন করে বিষয়টি ঘোষণা করবে।
আসন সমঝোতা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “আসন নিয়ে আমাদের সমঝোতা প্রায় শেষ। খুব সামান্য কিছু বিষয় বাকি রয়েছে। নমিনেশন জমা দেওয়ার পর আলোচনা সাপেক্ষে সেগুলোরও সমাধান হবে। এ বিষয়ে কোনো সমস্যা হবে না।”



























