রোববার ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৯, ২৮ ডিসেম্বর ২০২৫

নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার
ছবি: সংগৃহীত

আগামী সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সর্বাত্মক সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

রোববার (২৮ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের সভায় তিনি এই নির্দেশনা দেন।

প্রধান উপদেষ্টা বলেন, “আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমাদের তথ্য প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে এবং সব ধরনের সাইবার অপরাধকে কঠোরভাবে মোকাবিলা করতে হবে।”
তিনি জানান, সরকার নাগরিক সেবাকে দ্রুততম সময়ে অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে যেতে কাজ করছে। এ কারণে এসব সেবা নিরাপদ এবং নির্বিঘ্ন রাখতে সাইবার নিরাপত্তা শক্তিশালী করা জরুরি।

তিনি নাগরিক সেবা সংশ্লিষ্ট খাতগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে নিরাপত্তা মূল্যায়নের নির্দেশ দেন এবং বলেন, সাইবার সুরক্ষা এজেন্সিসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সফটওয়্যার–হার্ডওয়্যার নিয়মিত হালনাগাদ করতে হবে এবং দায়িত্বপ্রাপ্ত জনবলকে আরও দক্ষ করে তুলতে হবে।
এছাড়া প্রতিটি প্রতিষ্ঠান ও জনবলকে রেটিং ব্যবস্থার আওতায় এনে প্রকৃত সাইবার সক্ষমতা মূল্যায়নের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

ফিনান্সিয়াল সেক্টরকে ‘অতিরিক্ত ঝুঁকিপূর্ণ’ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ব্যাংকিং খাতে কোনো সাইবার অপরাধ ঘটলে যেন কেউ দায় এড়াতে না পারে—সে জন্য জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে বিচার বিভাগের সঙ্গে সমন্বয়ে কার্যকর ভূমিকা রাখতে হবে।

জনপ্রিয়