মেসির শেষ বিশ্বকাপের বুট দেখতে কেমন
পরবর্তী বিশ্বকাপে খেলবেন কি না—এখনও নিশ্চিত করে বলেননি লিওনেল মেসি। তবে একটি বিষয় পরিষ্কার, খেললে সেটিই হবে আর্জেন্টাইন সুপারস্টারের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। আর সেই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে অ্যাডিডাস তৈরি করেছে বিশেষ সংস্করণের বুট ‘এল উলতিমো ট্যাঙ্গো’, যার অর্থ—‘দ্য লাস্ট ট্যাঙ্গো’।
ফুটি হেডলাইন্স নামের ফুটবলারদের কিটস ও বুটস বিষয়ক বিশ্লেষণধর্মী ওয়েবসাইটটি মেসির এই নতুন বুট উন্মোচন করেছে। ৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ডের জন্য তৈরি বুটটি অত্যন্ত হালকা ওজনের বিশেষ ম্যাটেরিয়াল দিয়ে বানানো, যাতে দৌড়ানোর সময় গতি ও আরাম দুটোই পাওয়া যায়। আগামী জুনে বিশ্বকাপ শুরুর আগেই এটি আনুষ্ঠানিকভাবে বাজারে আসবে।
বুটটির উপরের অংশে প্রাধান্য পেয়েছে ধবধবে সাদা রঙ। অ্যাডিডাসের লোগো, শোলেস ডিটেইলস এবং স্টাডের নিচের প্রান্তে ব্যবহার করা হয়েছে নীল রঙ, যা আর্জেন্টিনার জাতীয় পতাকার রঙের প্রতিফলন। সোনালি রঙের টাচ যুক্ত করা হয়েছে আর্জেন্টিনার পতাকার মাঝের সূর্যকে প্রতীকীভাবে তুলে ধরতে; পাশাপাশি বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে মেসির গৌরবও এতে ফুটে উঠেছে। সামগ্রিক ডিজাইনটি আর্জেন্টিনার পতাকাকে সম্মান জানিয়েই তৈরি।
মেসির ষষ্ঠ বিশ্বকাপে আর্জেন্টিনা গ্রুপ পর্বে পেয়েছে আলজেরিয়া, জর্ডান এবং অস্ট্রিয়াকে। ১৯৬২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের মিশনে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। ব্যক্তিগতভাবে মেসির টার্গেটও কম নয়—বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ওপরে উঠা।
২৬ ম্যাচে ১৩ গোল নিয়ে তিনি যৌথভাবে চতুর্থ স্থানে আছেন। জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ড ছুঁতে তার দরকার আর মাত্র তিন গোল। কাছাকাছি প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে, যার গোল সংখ্যা ১২।



























