সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৮, ২৯ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়াকে দেখতে আবারও এভারকেয়ারে ডা. জুবাইদা রহমান

খালেদা জিয়াকে দেখতে আবারও এভারকেয়ারে ডা. জুবাইদা রহমান
ছবি: সংগৃহীত

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

পারিবারিক সূত্র জানায়, সোমবার (২৯ ডিসেম্বর) সকালে তিনি হাসপাতালে পৌঁছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। হাসপাতাল সূত্রের তথ্যমতে, সকাল ১০টার দিকে ডা. জুবাইদা রহমান এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন। সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থান করার পর বেলা ১১টার কিছু পরে তিনি হাসপাতাল ত্যাগ করেন।

এর আগে, গতকাল রোববার (২৮ ডিসেম্বর) রাত ৮টা ২৩ মিনিটে ডা. জুবাইদা রহমান খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান। ওই সময় কিছুক্ষণ পর তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুও হাসপাতালে উপস্থিত হন।

এছাড়া একই দিনে খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলামও তাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান।

জনপ্রিয়