শাহজালালের মাজার ও ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান
সিলেটে পৌঁছে শাহজালাল (রহ.) এর মাজার ও জেনারেল ওসমানীর কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আজ বুধবার রাত ৯টা ৫ মিনিটে তারেক রহমান লাল-সবুজের পতাকায় মোড়ানো ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান লেখা বাসে চড়ে সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে পৌঁছান। প্রথমে তিনি নফল নামাজ আদায় করেন এবং শাহজালাল মাজার জিয়ারত করেন। রাত সাড়ে নয়টার সময় তিনি মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীর কবর জিয়ারত করেন।
কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে রাত ৯টা ৪৫ মিনিটে তিনি মাজার থেকে বের হন।
মাজারে যাওয়ার পথে তাঁকে স্বাগত জানাতে হাজারো মানুষ জড়ো হন। রাস্তার দুপাশে দাঁড়িয়ে তারা তাকে শুভেচ্ছা জানান। তারেক রহমান নেতাকর্মী ও সাধারণ মানুষের অভ্যর্থনার জবাবে হাত নেড়ে অভিবাদন জানান।
এর আগে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে গুলশানের বাসা থেকে রওনা হন তারেক রহমান। রাত ৭টা ৫৭ মিনিটে আকাশপথে তিনি সিলেটে পৌঁছান। বিমানবন্দরে দলের নেতাকর্মীরা তাঁকে অভ্যর্থনা জানান।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাতে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতে যাবেন এবং সেখানে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেবেন। আগামীকাল বৃহস্পতিবার সিলেট আলিয়া মাদরাসা মাঠে জনসভায় বক্তৃতার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
তারেক রহমানের সিলেট আগমণে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আলিয়া মাঠে এরই মধ্যে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। সিলেট ও সুনামগঞ্জ জেলার নেতাকর্মীরা জনসভায় অংশ নিতে এবং তারেক রহমানকে একনজর দেখতে প্রত্যন্ত গ্রাম থেকে ছুটে এসেছেন।



























