বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০১:৩৯, ২২ জানুয়ারি ২০২৬

সব সাইজ হয়ে যাবে, ঢাকায় কোনো সিট দেব না: জামায়াত প্রার্থী খালিদুজ্জামান

সব সাইজ হয়ে যাবে, ঢাকায় কোনো সিট দেব না: জামায়াত প্রার্থী খালিদুজ্জামান
ছবি: সংগৃহীত

সব সাইজ হয়ে যাবে, ঢাকায় কোনো সিট দেব না বলে হুঙ্কার দিয়েছেন ঢাকা-১৭ আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান।

সম্প্রতি তাকে একটি ভিডিওতে এসব কথা বলতে শোনা গেছে। নিজ নির্বাচনি এলাকায় কর্মীদের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন।

ভিডিওতে খালিদুজ্জামান বলেছেন, সারাদেশে সব জামায়াত আর শিবির। ঢাকায় কোনো সিট দেব না, ইনশাআল্লাহ। কোনো ভয় পাবে না, সব একেবারে সাইজ হয়ে যাবে।

কর্মী সমর্থকদের নির্দেশ দিয়ে তিনি বলেন, কালকে আমরা একটা সংবাদ সম্মেলন করতে পারি গুলশানে। তোমরা কালকে সন্ধ্যার দিকে ওদিক থাকবা। আসরের নামাজ ওদিক পড়ো কালকে।

তিনি আরও বলেন, এবার ইলেকশন হবে ঈদের মতো। কে কী বলছে এটা নিয়ে ভয় পাওযার কিছু নাই। সব একেবারে সাইজ হয়ে যাবে।

এই এমপি পদপ্রার্থী আরও বলেন, শিবির ছাত্রসংসদ নির্বাচনে সব গণহারে জিততেছে। শাকসুতেও জিতে যাবে। সারাদেশে সব জামায়াত আর শিবির। ঢাকায় কোনো সিট দেব না, ইনশাআল্লাহ।