জামায়াত, এনসিপি মিলে সরকার গঠন হয়েছে, এখন তাদের অধীনেই নির্বাচন হচ্ছে: জিএম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের প্রার্থী জিএম কাদের বলেছেন, জামায়াতে ইসলামী ও এনসিপিকে নিয়ে বর্তমান সরকার গঠিত হয়েছে এবং তাদের অধীনেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ফলে নির্বাচন ব্যবস্থায় নিরপেক্ষতা থাকছে না এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করা যাচ্ছে না।
রোববার (২৫ জানুয়ারি) নগরীর সেনপাড়াস্থ নিজ বাড়ি স্কাইভিউতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, “সরকার, এনসিপি ও জামায়াত মিলে নির্বাচনের ব্যবস্থাপনা করছে। এতে করে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে না। অনেক প্রার্থী নিজ নিজ এলাকায় যেতে পারছেন না, অনেকে জেলখানা থেকেই নির্বাচন করছেন এবং অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির পক্ষে জনগণের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। দেশ ও জনগণের স্বার্থে জাতীয় পার্টি মাঠে নেমেছে উল্লেখ করে তিনি বলেন, “দেশ বাঁচাতে জাতীয় পার্টি এগিয়ে এসেছে। জনগণ লাঙল মার্কায় ভোট দিতে আগ্রহী। মানুষের উৎসাহ-উদ্দীপনা ও ব্যাপক সাড়ায় আমি অনুপ্রাণিত।”
বিগত নির্বাচন প্রসঙ্গে জিএম কাদের বলেন, “কোনো দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন কখনোই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি। বর্তমান সরকারকে ছাত্র-সমন্বয়করা নিয়োগ দিয়েছে। সরকারের পৃষ্ঠপোষকতায় তারা দল গঠন করে নির্বাচনে অংশ নিয়েছে। আবার জামায়াত তাদের অভিভাবকত্ব দাবি করছে। ফলে সরকার, এনসিপি ও জামায়াত—এই তিনটি পক্ষ মিলে নির্বাচন পরিচালনা করছে।”
তিনি অভিযোগ করে বলেন, “সকল দল ও জনগণের অংশগ্রহণ না থাকায় নির্বাচন অবাধ হচ্ছে না। সবার জন্য সমান সুযোগ না থাকলে নির্বাচনকে সুষ্ঠু বলা যায় না। আমাদের অনেক প্রার্থী এলাকায় যেতে পারছেন না, অনেকে কারাগারে থেকে নির্বাচন করছেন এবং অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।”



























