‘রাজনীতিকে খেলা থেকে আলাদা করতে পারবেন না’
রাজনীতিকে খেলার মাঠ থেকে আলাদা রাখার দাবি অনেকেরই। তবে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার জন্টি রোডসের মত ভিন্ন। সম্প্রতি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়ার ঘটনায় তিনি রাজনীতি ও খেলাধুলার সম্পর্ক নিয়ে নিজের অভিমত প্রকাশ করেছেন।
বাংলাদেশের ভারতে বিশ্বকাপের ম্যাচ না খেলার দাবির পেছনে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনও বড় ভূমিকা রেখেছে। এই বিতর্কের সূত্রপাত হয় মুস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনার পর। বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়ার আগে অনেকেই মন্তব্য করেন, খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখা উচিত।
বিশ্বকাপের এক প্রচারণামূলক অনুষ্ঠানে রোডস বলেন, প্রশাসকরা প্রায়ই খেলাধুলাকে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করেন, তবে বাস্তবে তা সব সময় সম্ভব হয় না। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের সময়কার অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, ক্রীড়া নিষেধাজ্ঞাই তাদের দেশের রাজনৈতিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
রোডস বলেন, “আমরা সবসময় ভাবি, চলুন খেলাধুলা থেকে রাজনীতিকে দূরে রাখি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, রাজনীতিকে খেলাধুলা থেকে পুরোপুরি আলাদা করা যায় না।”
এদিকে গতকাল (শনিবার) বাংলাদেশ ভারতে ম্যাচ না খেলার দাবিতে অনড় থাকায় আইসিসি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ দিয়েছে।



























