‘হিন্দু ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন, যাকে খুশি তাকে ভোট দিবেন’
হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হিন্দু ভোটাররা কোনো ভয় পাবেন না। সবাই নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন এবং যাকে খুশি তাকে ভোট দিবেন।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও শহরের চেরাডাঙ্গী মাঠে নির্বাচনী গণসংযোগে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, হিন্দু ও মুসলিম সবাইকে আমি একই কথা বলছি। আপনারা গত ১৫ বছর ভোট দেওয়ার সুযোগ পাননি। এবার ভয় নয়—নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন। যাকে পছন্দ করেন, যাকে ভালো মনে করেন, তাকেই ভোট দেবেন।
তিনি আরও বলেন, কিছু মানুষ বিভাজন তৈরি করতে চায়। কিন্তু বাংলাদেশে হিন্দু-মুসলিম একসঙ্গেই বসবাস করে আসছে। আমরা সবাই এক।
নিজের রাজনৈতিক জীবনের ত্যাগের কথা তুলে ধরে ছাত্রলীগ নেতা সাদ্দামকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব বলেন, আমি ১৯৯১ সাল থেকে আপনাদের এই এলাকায় রাজনীতি করছি। বহুবার জেলে গেছি। একবার ঢাকার বাসা থেকে পুলিশ আমাকে ধরে নিয়ে যায়, তখন আমার স্ত্রী গুরুতর অসুস্থ। ডাক্তার অপারেশনের কথা বললেও আমাকে মুক্তি দেওয়া হয়নি। জেলে থাকা অবস্থাতেই আমার স্ত্রীর অপারেশন হয়।
তিনি বলেন, অনেক অত্যাচার-নির্যাতন সহ্য করেছি, কিন্তু কখনো মাথা নত করিনি। আমাদের একটাই লক্ষ্য ছিল—গণতন্ত্র পুনরুদ্ধার। সেই সুযোগ আমরা পেয়েছি। এখন সুযোগ আগামীর বাংলাদেশ গড়ার।
গণসংযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।



























