রোববার ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩:৩১, ১২ সেপ্টেম্বর ২০২৪

মধ্যরাতে হাসপাতালে খালেদা জিয়া

মধ্যরাতে হাসপাতালে খালেদা জিয়া
সংগৃহীত

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার দিবাগত রাত ১টার দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে নেওয়া হয়। তিনি রাত ১টা ৪০ মিনিটে হাসপাতালে পৌঁছান।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে উদ্ধৃত করে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। রাত ১টা ৫ মিনিটে খালেদা জিয়া তার গুলশানের বাসা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়