রোববার ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৯:২৭, ১ অক্টোবর ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কাল

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কাল
সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হবে আগামীকাল বুধবার।

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি এস এম ফরহাদ।

তিনি বলেন, আমরা সভাপতি ও সেক্রেটারির জনসম্মুখে আসার পর আগামীকাল ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে যাচ্ছি, ইনশাআল্লাহ।

কত সদস্য বিশিষ্ট কমিটি হবে জানতে চাইলে তিনি বলেন, অপেক্ষা করুন। কাল কমিটি ঘোষণার সময় সবকিছু একসঙ্গে জানাবে।

প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে সাদিক কায়েম নিজেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি ঘোষণা করে আত্মপ্রকাশ করেন। পরদিন ২২ সেপ্টেম্বর সেক্রেটারি হিসেবে আত্মপ্রকাশ করেন এস এম ফরহাদ। 

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়