শুক্রবার ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:০২, ৫ সেপ্টেম্বর ২০২৫

চিলিকে বড় ব্যবধানে হারিয়ে ব্রাজিলের উৎসব

চিলিকে বড় ব্যবধানে হারিয়ে ব্রাজিলের উৎসব
সংগৃহীত

বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ প্রস্তুতিমূলক ম্যাচে চিলিকে উড়িয়ে দিলো ব্রাজিল। কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তির ইচ্ছাতেই ম্যাচটি অনুষ্ঠিত হয় ঐতিহাসিক মারাকানায়। সেই সুযোগে এস্তেভাও উইলিয়ান, লুকাস পাকেতা ও ব্রুনো গুইমারেসের গোলে চিলিকে ৩-০ ব্যবধানে হারিয়ে উৎসবের রাতে মেতে ওঠে সেলেসাওরা।

এর মধ্য দিয়ে চিলির বিপক্ষে জয় সংখ্যার বিশ্বরেকর্ডটা আরও সমৃদ্ধ করলো ব্রাজিল। আগেই নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড ছিল তাদের দখলে। সর্বশেষ জয়সহ ৭৫ ম্যাচে চিলির বিপক্ষে ব্রাজিলের জয় এখন ৫৩টি।

শুরুর বাঁশি থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। ক্যাসেমিরো যদিও ৫ মিনিটে গোল করেও অফসাইডের কারণে বঞ্চিত হন। তবে ৩৭ মিনিটে দর্শকদের অপেক্ষার অবসান ঘটান তরুণ তারকা এস্তেভাও। রাফিনিয়ার শট ঠেকিয়ে গোলরক্ষক বল ফিরিয়ে দিলে সেটিকে মাথার ওপর দিয়ে শটে জালে জড়ান তিনি। কিংবদন্তি পেলের পর সর্বকনিষ্ঠ (১৭ বছর ৪ মাস) ব্রাজিলিয়ান হিসেবে গোল করার কীর্তি গড়েন এস্তেভাও।

প্রথমার্ধে চিলির মারিপানকে লাল কার্ড দেখালেও ভিএআরের কারণে তা পরিণত হয় হলুদ কার্ডে। তবু ম্যাচজুড়ে চিলি রক্ষণভাগ ছিল ব্রাজিল আক্রমণের সামনে অসহায়।

বিরতির পর আনচেলত্তি দলে কয়েকটি পরিবর্তন আনেন। বদলি নেমেই আলো ছড়ান লুইস হেনরিক। তার দারুণ ড্রিবলিংয়ের পর নেওয়া শট হেড করে গোলে পরিণত করেন লুকাস পাকেতা—জাতীয় দলে প্রত্যাবর্তনের ম্যাচে দর্শকদের কাঁপানো এক মুহূর্ত।

চার মিনিট বাদেই আবারও আক্রমণ সাজান হেনরিক। তার জোরালো শট ক্রসবারে লেগে ফিরলে সেটিকে ঠেকিয়ে গোল করেন ব্রুনো গুইমারেস। তৃতীয় গোলের পরও আক্রমণ চললেও আর ব্যবধান বাড়াতে পারেনি ব্রাজিল।

পুরো ম্যাচে ৬৪ শতাংশ বল দখলে রেখে ২২টি শট নেয় ব্রাজিল, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। বিপরীতে চিলি নেয় মাত্র ৩ শট—একটিও লক্ষ্যে রাখতে পারেনি। ফলাফলও তাই একপেশে—৩-০ ব্যবধানে আনচেলত্তির দলের জয়।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ