জয় দিয়ে এশিয়া কাপ মিশন শুরু বাংলাদেশের

এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচে একযুগ আগের হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ আসে আজ। ‘বি’ গ্রুপের ম্যাচে হংকংকে ১৪৪ রানে থামিয়ে সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১৪ বল হাতে রেখে ৭ উইকেটের দুর্দান্ত জয় তুলে নিয়েছে তাসকিন আহমেদরা।
১৪৪ রানের লক্ষ্য তাড়ায় ইনিংস শুরু করেন পারভেজ হোসেন ইমন। তবে বড় ইনিংস খেলতে পারেননি তিনি। এক ছক্কায় ১৯ রান করে ফেরেন, দলীয় সংগ্রহ তখন ২৪। এরপর আরেক ওপেনার তানজিদ হাসান তামিমও যোগ দেন ১৪ রান করে (১৮ বলে), দলীয় সংগ্রহ তখন ৪৭।
সেখান থেকে ম্যাচ ঘুরিয়ে দেন লিটন দাস ও তাওহিদ হৃদয়। তৃতীয় উইকেটে দুজনে মিলে গড়েন ৯৫ রানের জুটি। লিটন অর্ধশতক তুলে নেন এবং ৫৯ রানে আউট হলেও, হৃদয় শেষ পর্যন্ত অপরাজিত থেকে সামনে থেকে নেতৃত্ব দেন। তাঁর ৩৫ রানের ইনিংসে ১৪ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে টাইগাররা।
এর আগে বোলিংয়ে শুরুর দিকেই চাপ তৈরি করেন বাংলাদেশের বোলাররা। তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন নিয়ন্ত্রিত বোলিংয়ে হংকংকে ১৪৩ রানে আটকে রাখেন। সর্বোচ্চ ৪২ রান আসে হংকংয়ের নিজাকাত খানের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন নেন ২টি করে উইকেট।