সোমবার ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:১৯, ৮ সেপ্টেম্বর ২০২৫

বাছাইপর্বে প্রথম জয় জার্মানির, স্পেনের গোল উৎসব

বাছাইপর্বে প্রথম জয় জার্মানির, স্পেনের গোল উৎসব
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বে দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে জার্মানি। ইউরোপিয়ান অঞ্চলের গ্রুপ-এ’র ম্যাচে নর্দান আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে ই’গ্রুপে মিকেল মেরিনোর হ্যাটট্রিকে তুরস্ককে ৬-০ গোলে উড়িয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে স্পেন।

রোববার (৭ সেপ্টেম্বর) আলাদা ম্যাচে মাঠে নামে ইউরোপের এ দুই জায়ান্ট।

প্রথম ম্যাচেই স্লোভাকিয়ার কাছে হেরে বাছাই মিশন শুরু করেছিল জার্মানি। শুরুর সেই ধাক্কা কাটিয়ে ঘরের মাঠে নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ পরিবর্তন নিয়ে মাঠে নামে তারা। ম্যাচের শুরুতে সুবিধা করতে না পারলেও ৭ মিনিটে সের্গে জিনাব্রির গোলে লিড নেয় জার্মানি। তবে ৩৪ মিনিটে সমতায় ফেরে নর্দান আয়ারল্যান্ড।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় জার্মানি। ৬৯ মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে এগিয়ে যায় স্বাগতিকরা, গোল করেন নাদিয়েম আমিরি। মাত্র তিন মিনিট পর দারুণ এক ফ্রি-কিকে ব্যবধান বাড়ান ফ্লোরিয়ান ভির্টজ। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে জার্মানি।

এদিকে ই’গ্রুপে স্পেনের কাছে একপ্রকার অসহায় আত্মসমর্পণ করে তুরস্ক। খেলার ৬ মিনিটেই নিকো উইলিয়ামসের পাস থেকে পেদ্রির গোলে লিড নেয় স্পেন। ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিকেল মেরিনো। বিরতির আগে ইনজুরি টাইমে আরও একটি গোল করে স্পেনকে ৩-০ তে এগিয়ে দেন তিনি।

বিরতির পরও দাপট বজায় রাখে স্প্যানিশরা। দ্বিতীয়ার্ধের শুরুতে লামিন ইয়ামালের পাস ধরে গোল করেন ফেরান তোরেস। কিছুক্ষণ পর হ্যাটট্রিক পূর্ণ করেন মেরিনো। ৬২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৬-০ করেন পেদ্রি।

ফলাফল:  জার্মানি ৩-১ নর্দান আয়ারল্যান্ড,  স্পেন ৬-০ তুরস্ক

সম্পর্কিত বিষয়: