বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:৩৬, ১৮ সেপ্টেম্বর ২০২৫

বায়ার্নকে জেতানো ম্যাচে রেকর্ড গড়লেন কেইন

বায়ার্নকে জেতানো ম্যাচে রেকর্ড গড়লেন কেইন
ছবি: সংগৃহীত

২০১২ সালের আলিয়াঞ্জ অ্যারেনা—সেই রাতে নাটকীয়ভাবে বায়ার্ন মিউনিখকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল চেলসি। সেটাই ছিল বাভারিয়ানদের বিপক্ষে ব্লুজদের শেষ সুখস্মৃতি। এরপর যতবারই দুই দল মুখোমুখি হয়েছে, জার্মান জায়ান্টদের কাছেই পরাস্ত হয়েছে ইংলিশ ক্লাবটি। ইতিহাসের সেই ধারাবাহিকতা বজায় থাকল এবারের আসরেও। গ্রুপপর্বে বায়ার্ন ৩-১ গোলে হারিয়ে দিল চেলসিকে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বায়ার্ন। ম্যাচের ২০ মিনিটে ভাগ্যও যেন তাদের পক্ষেই দাঁড়ায়। মাইকেল ওলিসের কাটব্যাক ঠেকাতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন চেলসির ডিফেন্ডার ট্রেভোহ চালোবাহ। অল্প সময়ের মধ্যেই আরও বড় ধাক্কা খায় অতিথিরা। মিডফিল্ডার কাইসেদোর ভুলে হ্যারি কেইনের পেনাল্টি থেকে গোল, ব্যবধান দ্বিগুণ হয়ে যায়।

তবে চেলসি একেবারে হাল ছেড়ে দেয়নি। ২৯ মিনিটে কোল পালমারের গোলে ম্যাচে ফেরার আশা জাগায় তারা। প্রথমার্ধটা শেষ হয় ২-১ গোলের ব্যবধানে।

কিন্তু বিরতির পর আর প্রতিরোধ গড়তে পারেনি ব্লুজরা। ৬৩তম মিনিটে মারাত্মক ভুল করে বসেন মালো গুস্তো। তার ভুল পাস কুড়িয়ে নিয়ে কেইন অনায়াসে জালে পাঠিয়ে দেন বল। তৃতীয় গোল পেয়ে বায়ার্ন মূলত নিশ্চিত করে ফেলে জয়। কেইনের ব্যক্তিগত দ্বিতীয় গোলটি তাকে নতুন কীর্তিতেও পৌঁছে দেয়।

ইংলিশ স্ট্রাইকার এখন ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমারের পর মাত্র তৃতীয় ফুটবলার, যিনি চ্যাম্পিয়নস লিগে দুটি ভিন্ন ক্লাবের হয়ে ২০টির বেশি গোলের কীর্তি গড়লেন।

সম্পর্কিত বিষয়: