বাংলাদেশের জয়ে জমে উঠল এশিয়া কাপের সুপার ফোর লড়াই

এশিয়া কাপ টি-টোয়েন্টির বাঁচা-মরার লড়াইয়ে শেষ হাসি হাসল বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে সুপার ফোরের পথে এগিয়ে গেল লাল-সবুজের দল।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে করে ১৫৪ রান। ইনিংসের নায়ক ছিলেন ওপেনার তানজিদ হাসান। তিনি ৩১ বলে তিনটি ছক্কা ও চারটি চারের সাহায্যে করেন ৫২ রান। অপর ওপেনার সাইফ হাসান করেন ৩২ রান। এছাড়া তৌহিদ হৃদয় ২৬, শামীম হোসাইন ১১ এবং জাকের আলী ও নুরুল হাসান দুজনেই অপরাজিত থেকে ১২ রান যোগ করেন। আফগান বোলারদের মধ্যে রশীদ খান ও নূর আহমাদ দুটি করে উইকেট নেন।
১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান গুটিয়ে যায় ১৪৬ রানে। নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ৮ রানে হেরে যায় তারা। বাংলাদেশের হয়ে মোস্তাফিজুর রহমান নেন সর্বোচ্চ ৩ উইকেট। নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও রিশাদ হোসাইন তুলে নেন দুটি করে উইকেট।
দিনের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান তানজিদ হাসান। ৫২ রানের অনবদ্য ইনিংস খেলে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন তিনি। পাশাপাশি ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ২ উইকেট নিয়ে প্রশংসা কুড়ান নাসুম আহমেদও।