শুক্রবার ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৯, ৩১ অক্টোবর ২০২৫

১০০ বছরে একটা সাকিব পাব কি না, আমরা জানি না : বিসিবি পরিচালক

১০০ বছরে একটা সাকিব পাব কি না, আমরা জানি না : বিসিবি পরিচালক
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সাকিব আল হাসান এক অনন্য নাম। আন্তর্জাতিক অঙ্গনে অভিষেকের পর থেকেই ধারাবাহিক পারফরম্যান্সে নিজেকে বিশ্বের সেরা অলরাউন্ডারদের কাতারে প্রতিষ্ঠিত করেছেন তিনি। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি। তিন ফরম্যাটেই দীর্ঘ সময় ধরে বিশ্বসেরা অলরাউন্ডারের খেতাব ধরে রেখেছেন সাকিব। 

তবে মাঠের পারফরম্যান্সে যতটা সফল, ব্যক্তিগত জীবনে বিতর্কেও কম যাননি এই তারকা ক্রিকেটার। বিভিন্ন আচরণজনিত কারণে একাধিকবার আলোচনায় এসেছেন তিনি। এছাড়া, ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে মাগুরা-১ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়।

গত বছরের ৫ আগস্ট কোটা সংস্কার আন্দোলনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর আওয়ামী লীগ নেতাকর্মীদের মতো সাকিবও বিপাকে পড়েন। পরে তাকে আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে হত্যা মামলায় আসামি করা হয়। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এ কারণে আনুষ্ঠানিকভাবে অবসর না নিলেও জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব।

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও কণ্ঠশিল্পী আসিফ আকবর গণমাধ্যমে বলেন, ‘সাকিবের ব্যক্তিত্ব, ব্যক্তিগত ইস্যুগুলো ওর ব্যাপার। ব্যক্তিগতভাবে খারাপ কি ভালো সেটা অন্য ইস্যু। সেটার জন্য কোর্ট, সমাজ আছে। একজন খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসান বাংলাদেশের ব্র্যান্ড। আগামী ১০০ বছরে একটা সাকিব পাব কি না, আমরা জানি না। তবে সাকিব আল হাসান ইজ সাকিব আল হাসান।’

জনপ্রিয়