শনিবার ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:১৪, ২৫ অক্টোবর ২০২৫

উড়ন্ত হেডসহ মেসির জোড়া গোলে জিতল মায়ামি

উড়ন্ত হেডসহ মেসির জোড়া গোলে জিতল মায়ামি
ছবি: সংগৃহীত

বারবার প্রমাণ করছেন— বয়স শুধু সংখ্যায় মাপে না মেসিকে। ৩৮ বছর বয়সেও আগের মতোই উজ্জ্বল, আগের মতোই ক্ষিপ্র। আবারও যেন ফিরে এল সেই পুরোনো দৃশ্য— উড়ন্ত হেডে গোল, উদযাপনে ছড়িয়ে পড়া জাদুর ঝলক।

শনিবার রাতে ইন্টার মায়ামির হয়ে এমনই এক পারফরম্যান্সে জোড়া গোল করলেন লিওনেল মেসি, তাতেই ন্যাশভিল এসসিকে ৩-১ ব্যবধানে হারিয়ে মৌসুমের গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে মায়ামি।

মাত্র একদিন আগে ইন্টার মায়ামির সঙ্গে নতুন তিন বছরের চুক্তিতে সই করেছেন আর্জেন্টাইন মহাতারকা। এর আগেই নিয়মিত মৌসুমে সর্বোচ্চ ২৯ গোল করে নিশ্চিত করেছেন গোল্ডেন বুট। ম্যাচের আগে এমএলএস কমিশনার ডন গারবারের হাত থেকে সেই পুরস্কার গ্রহণের পর মাঠে নেমেই যেন আরেক উৎসব শুরু করেন তিনি— উড়ন্ত হেডে এক, সহজ ছোঁয়ায় আরেক; দুই গোলেই মাতিয়ে রাখেন চেজ স্টেডিয়াম।

ম্যাচের ১৯ মিনিটে আসে মেসির প্রথম গোল। লুইস সুয়ারেজের নিখুঁত ক্রসে ডানদিকে শরীর ভাসিয়ে অসাধারণ এক হেডে গোল করেন তিনি। বিরতিতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি।

৬২ মিনিটে ইয়ান ফ্রের বাড়ানো ক্রসে তাদেও আলেন্দের হেডে ব্যবধান দ্বিগুণ হয়। ইনজুরি সময়ের ৬ষ্ঠ মিনিটে গোলরক্ষকের ভুলে ফসকে যাওয়া বলটি আলতো ছোঁয়ায় জালে জড়ান মেসি— সম্ভবত তার ক্যারিয়ারের অন্যতম সহজ গোল এটি। এরপর ন্যাশভিলের হানি মুখতারের গোলে ব্যবধান কমলেও জয়ের হাসি ধরে রাখে মায়ামি।

পুরো ম্যাচে বল দখলে (৫৩%) ও আক্রমণ গঠনে এগিয়ে ছিল মায়ামি। তারা ১২টি শটের মধ্যে ৬টি লক্ষ্যে রাখে, অন্যদিকে ন্যাশভিলের ৬ শটের মধ্যে ৩টি ছিল অন টার্গেটে।

সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার ন্যাশভিলকে হারাল ইন্টার মায়ামি। এর আগে লিগপর্বের শেষ ম্যাচে মেসির হ্যাটট্রিকে ৫-২ গোলে জয় পেয়েছিল দলটি। এবারও জয়ের ধারাবাহিকতা ধরে রেখে ‘বেস্ট অব থ্রি’ প্লে-অফের প্রথম রাউন্ডে এগিয়ে গেল হাভিয়ের মাশ্চেরানোর মায়ামি।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়