শততম ম্যাচে সেঞ্চুরি উদযাপন লিটন দাসের
শততম টেস্ট ম্যাচ খেলার বিশেষ দিনে মাইলফলক স্পটলাইটের কেন্দ্রবিন্দু ছিলেন মুশফিকুর রহিম। তবে এই ম্যাচে গুরুত্বপূর্ণ একটি অর্জন করেছেন লিটন দাসও।
লিটনের জন্য এটি প্রথম শ্রেণির ক্রিকেটে তার শততম ম্যাচ, এবং সেই বিশেষ ম্যাচেই তিনি সেঞ্চুরির দেখা পেলেন। তার ক্রিকেট যাত্রা শুরু হয়েছিল ২০১১ সালের ১৭ অক্টোবর, যখন তিনি বগুড়ায় জাতীয় ক্রিকেট লিগে অভিষেক করেছিলেন। ঢাকার বিপক্ষে রংপুর বিভাগে খেলতে নেমে প্রথম ম্যাচে দুই ইনিংসে যথাক্রমে ১৬ ও ৩১ রান করেছিলেন।
জাতীয় দলের হয়ে টেস্ট অভিষেক হয়েছিল ২০১৫ সালে ভারতের বিপক্ষে ফতুল্লায়। এই ম্যাচের আগে লিটনের ৯৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা ছিল। আয়ারল্যান্ডের বিপক্ষে এই ম্যাচের মাধ্যমে সে সংখ্যা পৌঁছালো ১০০।
মাইলফলক ছোঁয়ার এই ম্যাচে লিটন ১৫৮ বলে সেঞ্চুরি পূরণ করেন। ইনিংসের ১১৬তম ওভারে গ্যাভিন হোয়িকে চার মেরে তিন অঙ্কের রানে পৌঁছান। সেঞ্চুরির পথে তিনি মেরেছেন ৭টি চার ও ২টি ছয়।
টেস্ট ক্রিকেটে এটি লিটনের পঞ্চম সেঞ্চুরি। উল্লেখযোগ্য, ২০২৪ সালে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে করা সেই সেঞ্চুরির এক বছর পর আবার তিন অঙ্ক স্পর্শ করলেন তিনি।



























