রেকর্ড গড়ে মোস্তাফিজের ৪০০
রংপুর রাইডার্সের জয়ে ব্যাটে-বলে দাপট দেখালেন মাহমুদউল্লাহ রিয়াদ ও ফাহিম আশরাফ। তাদের নৈপুণ্যে বিপিএলে সিলেট টাইটান্সকে ছয় উইকেটে হারিয়েছে রংপুর। ম্যাচটি স্মরণীয় হয়ে থাকল বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমানের রেকর্ড গড়ার রাত হিসেবেও।
সিলেট অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে ফিরিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে দ্রুত ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন মোস্তাফিজ। মাত্র ৩১৫ ম্যাচে এই কীর্তি গড়েন তিনি।
শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে সিলেট টাইটান্স ২০ ওভারে ৮ উইকেটে সংগ্রহ করে ১৪৪ রান। ইনিংসের সর্বোচ্চ ৪৬ রান আসে আফিফ হোসেনের ব্যাট থেকে।
সহজ লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নিয়ন্ত্রিত ব্যাটিং করে রংপুর। চার উইকেট হারিয়ে ৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে দলটি। শেষ দিকে ১৬ বলে ৩৪ রানের কার্যকর ইনিংস খেলে ম্যাচসেরা হন মাহমুদউল্লাহ। ইনিংসজুড়ে ছিল পাঁচটি চার ও একটি ছক্কা। লিটন দাস করেন ৩৫ রান, কাইল মায়ার্সের ব্যাট থেকে আসে ৩১ রান।
এর আগে বল হাতে রংপুরের হয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফ। তিনি চার ওভারে ১৮ রান খরচায় তুলে নেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট।



























