৩ সপ্তাহের জন্য এমবাপেকে হারাল রিয়াল
দীর্ঘ বিরতির পর আবার মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিল রিয়াল মাদ্রিদ। সর্বশেষ ২১ নভেম্বর ম্যাচ খেলার পর আগামী ৪ জানুয়ারি রিয়াল বেটিসের বিপক্ষে লড়বে কার্লো আনচেলত্তির দল। প্রায় দুই সপ্তাহের বিশ্রাম নতুন বছরে ঘুরে দাঁড়ানোর সুযোগ এনে দিলেও, বছরের প্রথম দিনেই বড় ধাক্কা খেয়েছে সাবেক স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
চোটের কারণে আপাতত মাঠের বাইরে চলে গেছেন রিয়ালের সবচেয়ে ফর্মে থাকা তারকা কিলিয়ান এমবাপে। ক্লাব সূত্র জানিয়েছে, বাঁ পায়ের লিগামেন্টে চোট পাওয়ায় অন্তত তিন সপ্তাহ খেলা থেকে দূরে থাকতে হবে ফরাসি সুপারস্টারকে।
বুধবার এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, এমবাপের পায়ে এমআরআই পরীক্ষার পর লিগামেন্ট ইনজুরি ধরা পড়েছে। যদিও তার মাঠে ফেরার নির্দিষ্ট সময় জানায়নি ক্লাবটি। তবে ফরাসি গণমাধ্যম লেকিপে দাবি করেছে, ন্যূনতম তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ডকে।
ফলে নতুন বছরের শুরুতেই একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে এমবাপেকে পাচ্ছে না লস ব্ল্যাঙ্কোস—এটা এখন নিশ্চিত। কয়েক সপ্তাহ ধরেই হাঁটুর অস্বস্তিতে ভুগছিলেন তিনি। সর্বশেষ পরীক্ষায় পায়ে ক্ষত ধরা পড়ায় চিকিৎসার পাশাপাশি বিশ্রামেও থাকতে হচ্ছে এই ফরাসি তারকাকে।
চোটের আগ পর্যন্ত চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে ছিলেন এমবাপে। এই মাসের শুরুতে রিয়ালের জার্সিতে নিজের ৫৯তম গোল করেন তিনি, যা এক বছরে সর্বোচ্চ গোলের ক্লাব রেকর্ড। এতদিন এই কীর্তির মালিক ছিলেন রিয়াল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। রেকর্ডের শীর্ষে ওঠার সুযোগ থাকলেও, ইনজুরির কারণে সেটি আর সম্ভব হলো না। চলমান লা লিগায় ১৮ গোল নিয়ে এখনো গোলদাতাদের তালিকায় শীর্ষেই আছেন এমবাপে।
এদিকে মৌসুমের শুরুতে লিগ টেবিলে শীর্ষে থাকলেও পরে সেই জায়গা দখল করে নেয় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। বর্তমানে শীর্ষে থাকা স্প্যানিশ চ্যাম্পিয়নদের সংগ্রহ ৪৬ পয়েন্ট। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।



























