বৃহস্পতিবার ০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:১৬, ৩১ ডিসেম্বর ২০২৫

ক্রিকেটে বিরল ৫ রেকর্ডের সাক্ষী হয়েছে ২০২৫

ক্রিকেটে বিরল ৫ রেকর্ডের সাক্ষী হয়েছে ২০২৫
ছবি: সংগৃহীত

সময় যেন চোখের পলকে কেটে গেল। বিদায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ২০২৫ সাল, কিন্তু ক্রিকেটপ্রেমীদের মনে রেখে যাচ্ছে অসংখ্য স্মৃতি আর অবিশ্বাস্য রেকর্ড। বড় টুর্নামেন্টের উত্তেজনা, ঐতিহাসিক মুহূর্ত আর অপ্রত্যাশিত সব কীর্তিতে ভরা ছিল এই বছরটি।

এই বছরেই ভারতীয় ক্রিকেট দেখেছে এক অদ্ভুত পরিসংখ্যান। ২০২৩ বিশ্বকাপ ফাইনাল থেকে শুরু করে ওয়ানডেতে টানা ২০ ম্যাচে টস হেরেছে ভারত। ওয়ানডে ইতিহাসে এমন টানা টস হার আগে কখনো ঘটেনি। আগের রেকর্ডটি ছিল নেদারল্যান্ডসের—টানা ১১ ম্যাচে টস হার।

ক্রিকেটের সবচেয়ে পুরোনো দ্বৈরথ অ্যাশেজেও ফিরেছে শতবর্ষ আগের ইতিহাস। চলমান সিরিজে দুটি টেস্ট ম্যাচ শেষ হয়েছে মাত্র দুই দিনের মধ্যেই। এর আগে শেষবার এমন দৃশ্য দেখা গিয়েছিল ১৯১২ সালে—যে টুর্নামেন্টটি ছিল ক্রিকেট ইতিহাসের প্রথম বহুজাতিক টেস্ট আসর।

নারী ক্রিকেটেও ২০২৫ দিয়েছে নতুন গল্প। নারী ওয়ানডে বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হলেও পুরো টুর্নামেন্টে তিনটি ম্যাচে হার মানতে হয়েছে তাদের। তবু শিরোপা জয়—বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম তিন ম্যাচ হেরেও কোনো দল চ্যাম্পিয়ন হলো।

আইপিএলেও কম চমক দেখায়নি ২০২৫। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে চেন্নাই সুপার কিংস মাঠে নামায় চারজন অনূর্ধ্ব-২২ ক্রিকেটার—আয়ুশ মাত্রে, শাইখ রশিদ, নূর আহমেদ ও ডেওয়াল্ড ব্রেভিস। ফ্র্যাঞ্চাইজিটির ইতিহাসে এমন তরুণ একাদশ আগে কখনো দেখা যায়নি।

আর বছরের একেবারে শেষে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দেন ইন্দোনেশিয়ার গেদে প্রিয়ান্দানা। ২৩ ডিসেম্বর বালিতে কাম্বোডিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে এক ওভারে তুলে নেন পাঁচ উইকেট। পুরুষ বা নারী—আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এমন কীর্তি এই প্রথম। তার বোলিং ফিগার—১-০-১-৫—চিরদিনের জন্য জায়গা করে নেবে রেকর্ডবুকে।

জনপ্রিয়