বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের আহ্বান আসিফ নজরুলের
ভারতে উগ্র সাম্প্রদায়িক চাপের কারণে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএলের দল থেকে বাদ দেওয়ার ঘটনায় দেশের ক্রিকেটাঙ্গনে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বিষয়টিকে বাংলাদেশের ক্রিকেট ও জাতীয় মর্যাদার ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছেন ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি জানিয়েছেন, বাংলাদেশের দর্শকদের জন্য আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতে তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টার কাছে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলংকায় আয়োজনের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে এসব সিদ্ধান্তের কথা জানান ড. আসিফ নজরুল।
পোস্টে তিনি উল্লেখ করেন, ভারতের ক্রিকেট বোর্ড উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপের কাছে নতি স্বীকার করে কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিতে বাধ্য করেছে। এই ঘটনাকে তিনি স্পষ্টভাবে নিন্দনীয় ও গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন।
ড. আসিফ নজরুল লেখেন, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে তিনি বিসিবিকে নির্দেশ দিয়েছেন, যেন তারা পুরো বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে লিখিতভাবে তুলে ধরে। সেখানে স্পষ্টভাবে জানাতে বলা হয়েছে—যে দেশে চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও একজন বাংলাদেশি ক্রিকেটার নিরাপদে খেলতে পারেন না, সেখানে পুরো বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে গেলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
এ কারণে বিসিবিকে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলংকায় আয়োজনের অনুরোধ জানাতে বলা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এ ছাড়া ফেসবুক পোস্টে তিনি আরও জানান, তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টার কাছে বাংলাদেশে আইপিএল ম্যাচের সম্প্রচার বন্ধের অনুরোধও করেছেন তিনি।
পোস্টের শেষাংশে ড. আসিফ নজরুল জোরালোভাবে বলেন, বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার কিংবা দেশের সম্মান ক্ষুণ্ন করার কোনো চেষ্টা সরকার কোনোভাবেই মেনে নেবে না, অবমাননার দিন শেষ।



























