অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল
যাকে ঘিরে দীর্ঘদিন ধরে বিতর্ক, সেই এম নাজমুল ইসলামকে অর্থ বিভাগের সভাপতির পদ থেকে অব্যাহতি দিয়েও ক্রিকেটারদের মাঠে ফেরাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের বয়কট অব্যাহত থাকায় ঢাকা পর্বের প্রথম দুই ম্যাচ মাঠে গড়ায়নি। এই পরিস্থিতিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি।
বিসিবি ও ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর মধ্যে আজ রাত ৮টায় অনুষ্ঠিত বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা রয়েছে।
এর আগেই বিপিএলের দ্বিতীয় ম্যাচও অনুষ্ঠিত হয়নি। আজ থেকে বিপিএলের ঢাকা পর্ব শুরু হওয়ার কথা থাকলেও তা স্বাভাবিকভাবেই পিছিয়ে যায়। ক্রিকেটারদের বয়কটের কারণে দিনের প্রথম ম্যাচটিও মাঠে গড়ায়নি। ওই ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্সের।
ম্যাচ খেলতে মিরপুরে না গিয়ে ক্রিকেটাররা সংবাদ সম্মেলন করেন। ক্রিকেটারদের সংগঠন কোয়াব এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে তারা স্পষ্ট জানিয়ে দেন, বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে তারা মাঠে ফিরবেন না।
কোয়াব আরও জানায়, আজই যদি পদত্যাগ সম্ভব না হয়, তবে বিসিবি ভবিষ্যতে তার পদত্যাগের বিষয়ে নিশ্চিত গ্যারান্টি দিলে দিনের দ্বিতীয় ম্যাচ খেলতে পারেন ক্রিকেটাররা। সন্ধ্যার ম্যাচে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হওয়ার কথা ছিল।
সংবাদ সম্মেলনের পর বিসিবি এম নাজমুল ইসলামকে অর্থ বিভাগের প্রধানের পদ থেকে অব্যাহতি দেয়। তবে তাতেও ক্রিকেটারদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। তারা মাঠে না ফেরায় ম্যাচ আয়োজন করা সম্ভব হয়নি।
মূলত ক্রিকেটারদের বেতন-ভাতা নিয়ে এম নাজমুল ইসলামের একটি বিতর্কিত মন্তব্য থেকেই এই সংকটের সূচনা। ওই মন্তব্যের জেরে গতকাল তাকে পদত্যাগের আলটিমেটাম দেয় কোয়াব।
ক্রিকেটারদের সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন আগেই ঘোষণা দিয়েছিলেন, আজ বিপিএলের ম্যাচ শুরুর আগে নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বয়কট করবেন ক্রিকেটাররা। সেই ঘোষণার বাস্তবায়ন দেখা গেল আজ, এমনকি তাকে অব্যাহতি দেওয়ার পরও।
সব মিলিয়ে ক্রিকেটারদের অনড় অবস্থানের কারণে বিপিএলই এখন অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার পথে। বিসিবি ও কোয়াবের বৈঠকের দিকেই তাকিয়ে পুরো ক্রিকেট অঙ্গন।



























