শুক্রবার ১৬ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:১৮, ১৫ জানুয়ারি ২০২৬

নাজমুল পদত্যাগ না করলে খেলবেন না ক্রিকেটাররা

নাজমুল পদত্যাগ না করলে খেলবেন না ক্রিকেটাররা
ছবি: সংগৃহীত

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের করা বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে কঠোর অবস্থানে ক্রিকেটাররা। পরিচালক পদ থেকে নাজমুলের পদত্যাগের দাবি না মানলে সব ধরনের খেলা বয়কটের যে আল্টিমেটাম দেওয়া হয়েছিল, তাতে শেষ পর্যন্ত অনড় থাকেন তারা। এর ফল হিসেবে বিপিএলের দিনের প্রথম ম্যাচ মাঠে গড়ায়নি।

এদিকে দুপুরে সংবাদ সম্মেলনে হাজির হয়ে ক্রিকেটারদের অবস্থান স্পষ্ট করেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন। তিনি জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে নামার কোনো প্রশ্নই নেই।

সংবাদ সম্মেলনে মিঠুন বলেন, ‘মাঠে যাবো একটাই শর্তে—বিসিবি থেকে এসে যদি অফিসিয়ালি কমিটমেন্ট করে যে, ৪৮ ঘণ্টার মধ্যে এই ব্যক্তি (এম নাজমুল ইসলাম) বিসিবিতে থাকবেন না। যদি তিনি থেকে যান, তাহলে খেলা বন্ধের দায় ক্রিকেটাররা নেবে না। এটা বিসিবিরই দায়িত্ব।’

এম নাজমুল ইসলামের মন্তব্যকে পুরো ক্রিকেটের প্রতি অবমাননাকর উল্লেখ করে তিনি আরও বলেন,
‘আমরা এগুলো করতে বাধ্য হয়েছি। আমরা এখনো সেই অবস্থানেই আছি। আমরা খেলার বিপক্ষে নই। কিন্তু সবকিছুরই একটা সীমা আছে। উনার মন্তব্যের মাধ্যমে পুরো ক্রিকেট অঙ্গনকে অপমান করা হয়েছে। প্রত্যেকটি সেক্টরকে উনি অপমান করেছেন। ক্রিকেটের প্রতি তার কোনো সম্মান নেই।’

মিঠুন স্পষ্ট করে জানান, ক্রিকেটাররা খেলতে আগ্রহী, তবে দাবি পূরণ হলেই কেবল মাঠে নামবেন তারা।
‘আমরা অবশ্যই খেলতে চাই। কিন্তু আমাদের দাবি মেনে নিতে হবে।’

ক্রিকেটারদের দাবি অনুযায়ী, এম নাজমুল ইসলাম পদত্যাগ করলে দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবেন তারা—এমন আশাবাদও প্রকাশ করেন কোয়াব নেতারা।