শুক্রবার ১৬ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:২৫, ১৫ জানুয়ারি ২০২৬

বিপিএলের ম্যাচ গড়ায়নি মাঠে, ক্রিকেটারদের যা বলল বিসিবি

বিপিএলের ম্যাচ গড়ায়নি মাঠে, ক্রিকেটারদের যা বলল বিসিবি
ছবি: সংগৃহীত

আজ শুরু হওয়ার কথা বাংলাদেশের প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্ব। কিন্তু খেলা শুরুর আগেই বড় অনিশ্চয়তা দেখা দিয়েছে। ক্রিকেটারদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করেছে। তাদের দাবি পূরণ না হলে তারা খেলা বয়কটের হুঁশিয়ারিও দিয়েছে।

ঘটনার সূত্রপাত ঘটে গতকাল, বুধবার। এম নাজমুলকে প্রশ্ন করা হয়, বিশ্বকাপে না খেললে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না। জবাবে তিনি উল্টো প্রশ্ন তোলেন, ‘ক্রিকেটারদের পেছনে যে খরচ হয়েছে, তার প্রতিদান ক্রিকেটাররা দিতে পেরেছে কি? যদি কিছুই করতে না পারে, তাহলে কোটি কোটি টাকা খরচ করা অর্থ কি ফেরত চাইতে হবে? তাহলে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে?’

নাজমুল আরও বলেন, ‘ক্ষতিপূরণের প্রশ্ন ক্রিকেটাররা তুলতে পারবে না। আমরা যে খেলোয়াড়দের পেছনে এত খরচ করেছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না। যদি কোনো বৈশ্বিক কাপ জেতা যায়, তবুও আমরা চাইলে খরচ ফেরত চাইতে পারি।’

এরপরই কোয়াব নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করে এবং দাবি পূরণ না হলে ক্রিকেট বয়কটের হুমকি দেয়। তবে এম নাজমুল এখনো পদ ছাড়েননি। এ অবস্থার প্রভাব পড়েছে মাঠেও। ঢাকা পর্বের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা মাঠে হাজির হননি। নিয়ম অনুযায়ী ম্যাচ শুরুর কমপক্ষে দুই ঘণ্টা আগে দলের সবাই মাঠে থাকা উচিত। কিন্তু সেই সময় তারা হোটেলে ছিলেন। দুপুর ১২টা ৪৫ মিনিটে টস হওয়ার কথা থাকলেও তা হয়নি, ফলে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে।

এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের ‘পেশাদার আচরণ’ বজায় রাখার আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে বোর্ড জানায়, ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি ২০২৬ শেষ পর্যায়ে রয়েছে। দেশের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হিসেবে বিপিএলের বিশেষ গুরুত্ব আছে। দেশের ভেতরে ও বাইরে এই আসরের বড় পরিচিতি রয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘বিসিবি মনে করে, ক্রিকেটাররাই বিপিএল এবং বোর্ডের কার্যক্রমের মূল অংশীদার। তারা টুর্নামেন্টের প্রাণ। বোর্ড আশা করে, খেলোয়াড়রা তাদের পেশাদার মনোভাব বজায় রাখবেন এবং টুর্নামেন্ট সফলভাবে শেষ করতে সহযোগিতা করবেন। এতে বিপিএল ২০২৬ নির্বিঘ্নে শেষ হবে।’