শনিবার ২২ নভেম্বর ২০২৫, ৭ অগ্রাহায়ণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৮, ২১ নভেম্বর ২০২৫

হাতিয়ায় ভুল চিকিৎসায় চার বছরের শিশুর মৃত্যু, ধামাচাপা দেওয়ার চেষ্টা

হাতিয়ায় ভুল চিকিৎসায় চার বছরের শিশুর মৃত্যু, ধামাচাপা দেওয়ার চেষ্টা
ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়া উপজেলায় ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসার অভিযোগে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর পরিবার দাবি করেছে, ঘটনাটি ধামাচাপা দিতে অভিযুক্ত পল্লী চিকিৎসক দেড় লাখ টাকার চুক্তিপত্রে তাদের দিয়ে বিষয়টি মিটমাট করানোর চেষ্টা করেন।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে হরণী ইউনিয়নের টাংকি রাস্তার মাথায় অবস্থিত নিরাপদ মেডিকেল সার্ভিস সেন্টারে শিশুটিকে পায়ের টিউমার পরীক্ষা করাতে নিয়ে যাওয়া হয়। সেখানে পল্লী চিকিৎসক ইসমাইল হোসেন হাবিব শিশুকে একের পর এক ২০টি ইনজেকশন দেন। ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পরই শিশুর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে।

পরিবার শিশুটিকে দ্রুত সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু ঘটে তার।

পরে ক্ষুব্ধ স্বজনরা ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে হাবিবের সঙ্গে দেড় লাখ টাকার বিনিময়ে একটি চুক্তিপত্রে সই করে দেন, যা স্থানীয়দের ভাষ্য অনুযায়ী পুরো ঘটনাকে ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, হাবিব দীর্ঘদিন ধরে সরকারি অনুমোদন ছাড়াই সেন্টার পরিচালনা করে আসছেন এবং চিকিৎসার নামে সাধারণ মানুষকে হয়রানি করছেন।

অভিযুক্ত চিকিৎসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনে কোনো বক্তব্য দেননি।

জেলা সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি জানান, পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়