শুক্রবার ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রাহায়ণ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৮, ১২ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ

ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পল্টন এলাকায় নির্বাচনী প্রচারণার সময় তাকে গুলি করা হয়।

ঘটনার পর সহকর্মীরা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাদি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে রিকশায় যাওয়ার সময় কাছে থেকে তাকে গুলি করা হয়।

ঢামেক সূত্রে জানা গেছে, তার জন্য জরুরিভাবে বি নেগেটিভ (B-ve) রক্ত প্রয়োজন। ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা সামাজিক যোগাযোগমাধ্যমে রক্তের অনুরোধ জানিয়েছেন।

মতিঝিল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রেজওয়ানুল ইসলাম জানান, “আমরা শুনেছি তিনি রিকশায় ছিলেন, এমন সময় অজ্ঞাত কেউ তাকে গুলি করে। কারা এবং কীভাবে ঘটনাটি ঘটিয়েছে—তা জানতে তদন্ত চলছে।”

জনপ্রিয়