রোববার ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২

সেপ্শাল করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৪৪, ২১ ডিসেম্বর ২০২৫

হাতিরঝিলে খাদ্যে বিষক্রিয়ায় দুই সহোদরের প্রাণহানি

হাতিরঝিলে খাদ্যে বিষক্রিয়ায় দুই সহোদরের প্রাণহানি
ছবি: সংগৃহীত

হাতিরঝিলের ওয়ারলেস মোড় এলাকা থেকে ভাইবোনের মরদেহ উদ্ধার।

রোববার (২১ ডিসেম্বর) সকালে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। 

নিহতরা হলেন মোসলে উদ্দিন চৌধুরীর কন্যা আফরিদা চৌধুরী (১০) এবং পুত্র ইলহাম চৌধুরী (১)। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার কোতোয়ালি থানায় এবং বর্তমানে ওয়ারলেস মোড়ের ৯১ নম্বর এসএইচএস টাওয়ারে থাকতেন।

পরিবারের সূত্রে পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় বাবা–মা দুই সন্তানসহ খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে মেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় রাসমুন হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার মরদেহ বাসায় ফিরিয়ে আনার পর ছেলেসন্তানটিও বমি করতে শুরু করে। পরে তাকে মগবাজার কমিউনিটি হাসপাতালে নেওয়া হলে শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

হাতিরঝিল থানা  উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া বলেন, শনিবার রাতে খবর পেয়ে ফ্রিজিং অ্যাম্বুলেন্স থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল শেষে আজ সকালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কোনো জখমের চিহ্ন পাওয়া যায়নি।

এ বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তূজা জানায়,খাদ্যে বিষক্রিয়ায় মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। খাবারের উৎস ও প্রকৃত কারণ জানতে তদন্ত চলমান রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়