বৃহস্পতিবার ০১ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১০:৪৭, ১ জানুয়ারি ২০২৬

মৌচাক ফ্লাইওভারে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

মৌচাক ফ্লাইওভারে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
ছবি: সংগৃহীত

রাজধানীর মৌচাক ফ্লাইওভারে সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে মালিবাগ সংলগ্ন মৌচাক উড়ালসড়কে।

নিহতরা হলেন সিএনজি অটোরিকশার চালক নয়ন তালুকদার এবং মোটরসাইকেল আরোহী ইয়াসিন আরাফাত আশিক। ইয়াসিন ঢাকার বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী বলে জানা গেছে।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত কুমার জানান, ইয়াসিন ও তার এক বন্ধু মোটরসাইকেলে করে মালিবাগ থেকে মুগদার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মৌচাক ফরচুন মার্কেট সংলগ্ন ক্রসিংয়ে রামপুরাগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। ভোর ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহীর অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয়