বৃহস্পতিবার ০১ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১১:২৫, ১ জানুয়ারি ২০২৬

২০২৫ সালে বিশ্বে ১২৮ সাংবাদিক নিহত

২০২৫ সালে বিশ্বে ১২৮ সাংবাদিক নিহত
ছবি: সংগৃহীত

সদ্য বিদায় নেওয়া ২০২৫ সালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিশ্বজুড়ে অন্তত ১২৮ জন সাংবাদিক নিহত হয়েছেন। দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে) প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেলজিয়ামের ব্রাসেলস থেকে প্রকাশিত প্রতিবেদনে আইএফজে জানায়, সাংবাদিক হত্যার সংখ্যা আগের বছরের তুলনায় বেড়েছে। নিহতদের মধ্যে অর্ধেকেরও বেশি মধ্যপ্রাচ্যে প্রাণ হারিয়েছেন।

আইএফজের জেনারেল সেক্রেটারি অ্যান্থনি বেলাঙ্গার বার্তা সংস্থা এএফপিকে বলেন, “এ সংখ্যা শুধু একটি পরিসংখ্যান নয়; এটি আমাদের সহকর্মীদের জন্য একটি বৈশ্বিক রেড অ্যালার্ট।”

প্রতিবেদনে ফিলিস্তিন পরিস্থিতিকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। আইএফজের তথ্য অনুযায়ী, ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধে ২০২৫ সালে শুধু গাজা ভূখণ্ডেই ৫৬ জন সংবাদকর্মী নিহত হয়েছেন।

এ প্রসঙ্গে বেলাঙ্গার বলেন, “এত অল্প সময়ে এবং এত ছোট একটি ভৌগোলিক এলাকায় এত বিপুলসংখ্যক সাংবাদিকের মৃত্যু আমরা আগে কখনো দেখিনি।”

ফিলিস্তিন ছাড়াও ইয়েমেন, ইউক্রেন, সুদান, পেরু ও ভারতে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এসব হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের শাস্তি না হওয়ায় তীব্র নিন্দা জানিয়েছে আইএফজে।

সংগঠনটির মতে, বিচারহীনতার এই সংস্কৃতি হামলাকারীদের আরও উৎসাহিত করছে এবং সাংবাদিকদের নিরাপত্তা ঝুঁকি বাড়াচ্ছে।

হত্যার পাশাপাশি বিশ্বজুড়ে সাংবাদিকদের কারাবন্দি করার প্রবণতাও বেড়েছে। আইএফজের তথ্যমতে, বর্তমানে ৫৩৩ জন সাংবাদিক বিভিন্ন দেশে কারাগারে রয়েছেন, যা গত পাঁচ বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি।

এই তালিকায় চীন শীর্ষে রয়েছে। হংকংসহ চীনের বিভিন্ন কারাগারে ১৪৩ জন সাংবাদিক বন্দী আছেন। ভিন্নমত দমনে জাতীয় নিরাপত্তা আইনের অপব্যবহারের অভিযোগে চীন ও হংকং কর্তৃপক্ষের সমালোচনা করেছে পশ্চিমা দেশগুলো।

আইএফজে জানিয়েছে, বিভিন্ন সংস্থার গণনা-পদ্ধতির ভিন্নতার কারণে নিহত সাংবাদিকের সংখ্যায় পার্থক্য রয়েছে। তাদের তালিকায় দুর্ঘটনায় নিহত ৯ জন সাংবাদিকের তথ্যও অন্তর্ভুক্ত করা হয়েছে।

রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) জানিয়েছে, ২০২৫ সালে নিহত সাংবাদিকের সংখ্যা ৬৭ জন। ইউনেসকোর হিসাবে এ সংখ্যা ৯৩ জন।

জনপ্রিয়