সোমবার ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রাহায়ণ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০:০৬, ১৬ নভেম্বর ২০২৫

সীতাকুণ্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সীতাকুণ্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৪
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ৪ জন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বটতল এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ বেলাল হোসেন জানিয়েছেন, দুর্ঘটনার সঙ্গে আরও দুইজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী মুমিনের বরাতে জানা গেছে, বাসটি চট্টগ্রামমুখী চলাকালীন একটি মোটরসাইকেলকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়ানো ড্রাম ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল পৌঁছে দ্রুত উদ্ধার কাজ শুরু করে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের ইনচার্জ বেলাল হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে চারটি লাশ উদ্ধার করেছি। আহত দুজনকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার মোহাম্মদ ইমরান জানান, এখন পর্যন্ত ২০ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিরা কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

জনপ্রিয়