সোমবার ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রাহায়ণ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৩, ১৬ নভেম্বর ২০২৫

ময়মনসিংহে মাঝরাতে কাভার্ড ভ্যানে আগুন

ময়মনসিংহে মাঝরাতে কাভার্ড ভ্যানে আগুন
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের আকুয়া বাইপাস সড়কের পাশে পার্কিং করে রাখা কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

শনিবার (১৫ নভেম্বর)দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কাভার্ড ভ্যানের বেশির ভাগই পুড়ে যায়।

কাভার্ড ভ্যানচালক জানান, রাত ৯টা বা সাড়ে ৯টার দিকে কাভার্ড ভ্যানটি আকুয়া বাইপাস সড়কের মাছের আরতের পাশে রেখে তিনি ঘুমাতে যান। একসময় মানুষের হৈচৈ ডাকে চিৎকার শুনে তিনি বাইরে আসেন এসে দেখেন তার কাভার্ড ভ্যানটি জ্বলছে। তবে কিভাবে আগুন লেগেছে তা তিনি বলতে পারছেন না।

পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আতঙ্ক সৃষ্টির জন্য কাভার্ড ভ্যানে দুষ্কৃতিকারীরা আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জনপ্রিয়