শনিবার ২২ নভেম্বর ২০২৫, ৭ অগ্রাহায়ণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৪, ২০ নভেম্বর ২০২৫

বীরগঞ্জে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

বীরগঞ্জে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

দিনাজপুরের বীরগঞ্জে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১৯ নভেম্বর) বিকালে গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে উক্ত প্রজেক্টের মাঠ প্রাঙ্গনে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। 

গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক জনি বৈরাগীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মামুন হোসেইন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মেরাজুল ইসলাম, মাহানপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের সিডিসি সদস্য প্রতিমা রানী প্রমুখ।

আয়োজনে বক্তারা কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং আত্মহত্যা প্রতিরোধে পরিবার, স্কুল ও সমাজের সমন্বিত ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।

জনপ্রিয়