দিনাজপুরে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত
প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে দিনাজপুরের বোচাগঞ্জে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দিনব্যাপী গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে বকুলতলা নিরাপদ প্রসূতি কেন্দ্রের মাঠ প্রাঙ্গণে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক খায়রুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক এটিএম নজমূল হুদা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দিনাজপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলাম, বোচাগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এএলএম মামুনুর রশিদ, নিরাপদ প্রসূতি কেন্দ্রের ম্যানেজমেন্ট কমিটির সদস্য মোঃ আলমগীর শাহ্, মোঃ ইমারুল হক, ইশানিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শক মানষ চন্দ্র রায়।
ক্যাম্পেইনে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ও ত্বক, যৌন ও অ্যালার্জি বিশেষজ্ঞ ডাঃ শাহ মোঃ ইসমাইল হোসেন, দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের আবাসিক সার্জন স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ ডাঃ শাহনাজ ফারজানা আফরোজ (মোহিনী) উপস্থিত থেকে স্বাস্থ্য সেবা প্রদান করেন।
এসময় এলাকার প্রায় ১২০ জন গরিব ও হতদরিদ্র রোগীকে স্বাস্থ্য ব্যবস্থাপত্র, ঔষধ, রোগ নির্ণয় সহ পুষ্টিকর খাবার সামগ্রী স্বল্প মূল্যে প্রদান করা হয়।



























