ধোনিকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ড গড়লেন সালমান আগা
এই বছর আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে পাকিস্তান—সংখ্যাটি ৫৪। তালিকার পরের অবস্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ সংখ্যা ৪৫। পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আগা খেলেছেন সবগুলো ম্যাচই।
সালমানের সর্বশেষ ম্যাচ ছিল জিম্বাবুয়ের বিপক্ষে রোববারের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে। বাবর আজমের দুর্দান্ত ব্যাটিং ও উসমানের হ্যাটট্রিকে পাকিস্তান জয় পেয়েছে সেই ম্যাচে এবং উঠেছে ফাইনালে।
এই ম্যাচ খেলেই সালমান এক বর্ষপঞ্জিকায় সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার নতুন রেকর্ড গড়েছেন। সে সঙ্গে পেছনে ফেলেছেন এতদিন যুগ্মভাবে শীর্ষে থাকা রাহুল দ্রাবিড় (১৯৯৯), মোহাম্মদ ইউসুফ (২০০০) ও মহেন্দ্র সিং ধোনির (২০০৭)—যাদের ম্যাচ সংখ্যা ছিল ৫৩।
এক বছরে ৫০ বা তার বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার প্রথম কীর্তি গড়েছিলেন শচীন টেন্ডুলকার, ১৯৯৭ সালে। আর বর্তমান দশকে সালমানের আগে এমন কীর্তি ছিল শুধু ড্যারিল মিচেলের, যিনি ২০২৩ সালে খেলেছিলেন ৫১ ম্যাচ।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, সালমানের এই অর্জন পাকিস্তান ক্রিকেটের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। কারণ বছরের প্রতিটি ম্যাচে মাঠে নামা শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও অত্যন্ত কঠিন। সেই কঠিন চ্যালেঞ্জকে জয় করে সালমান যে রেকর্ড গড়েছেন, তা ভবিষ্যতের পাকিস্তানি ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।



























