শব্দদূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ পরিবেশ উপদেষ্টা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে বাংলাদেশ পুলিশের সার্জেন্টসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি ব্যবস্থা নিতে পারবেন, যা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি। তিনি উল্লেখ করেন, “আইন থাকলেই যথেষ্ট নয়, কার্যকর প্রয়োগ নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। মাঠপর্যায়ে পুলিশের সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি।”
রবিবার (১৪ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তরে আয়োজিত ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫’ বিষয়ক নির্দেশনামূলক সভায় উপদেষ্টা এসব মন্তব্য করেন।
তিনি সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “শুধু জরিমানা নয়, জনসচেতনতা সৃষ্টি করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। শব্দদূষণ এখন আর ছোট সমস্যা নয়—এটি জনস্বাস্থ্য, শিশুদের মানসিক বিকাশ এবং নগরজীবনের স্বস্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।”
সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান।



























